Image description

মৃত্যুর সঙ্গে দীর্ঘ সাত বছর লড়াই শেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মারা গেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার আকশু ফার্নান্দো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। 

শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর উপশহর মাউন্ট ল্যাভিনিয়ায় সমুদ্রসৈকতে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আকশু ফার্নান্দো। সে সময় তার বয়স ছিল ২৭ বছর।

দুর্ঘটনার পর থেকে তিনি দীর্ঘ সময় ধরে লাইফ সাপোর্টে ছিলেন এবং কোমা থেকে আর ফেরেননি। দুর্ঘটনার আগে মাত্র দুই সপ্তাহ পূর্বে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। 

ডানহাতি ব্যাটসম্যান আকশু ফার্নান্দো ২০১০ সালে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করতেন এবং এক সময় অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৭ দলের অধিনায়ক ছিলেন।