Image description

সোমালিয়ার ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাওয়া সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি দেয়া অদ্ভুত ও অপ্রত্যাশিত বলেছেন সোমালি প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। এটি গাজার ফিলিস্তিনিদের উপর প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তুরস্কের ইস্তাম্বুল থেকে আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, ‘সোমালিল্যান্ড গত তিন দশক ধরে সোমালিয়া থেকে আলাদা হওয়ার দাবি করেছে এবং বিশ্বের কোনো দেশই এটিকে স্বীকৃতি দেয়নি।’ সোমালি নেতা আরও যোগ করেন, ‘আমাদের জন্য, আমরা শান্তিপূর্ণভাবে দেশটিকে পুনরায় একত্রিত করার চেষ্টা করছি। সুতরাং, ৩৪ বছর পর, এটা খুবই অপ্রত্যাশিত এবং অদ্ভুত ছিল যে, ইসরাইল হঠাৎ করেই লাফিয়ে পড়ে বলল, আমরা সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিই।’

গত সপ্তাহে ইসরাইল প্রথম এবং একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে, যা উত্তর-পশ্চিম সোমালিয়ার একটি বিচ্ছিন্ন অঞ্চল এবং এডেন উপসাগরের সীমান্তবর্তী।

সোমালিয়ার প্রেসিডেন্ট আল জাজিরাকে আরও বলেন যে, সোমালি গোয়েন্দা তথ্য অনুসারে, স্বীকৃতির বিনিময়ে তিনটি ইসরাইলের শর্ত মেনে নিয়েছে সোমালিল্যান্ড। ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে একটি ইসরাইলের সামরিক ঘাঁটি স্থাপন এবং সোমালিল্যান্ড আব্রাহাম চুক্তিতে যোগদান।

এই চুক্তিগুলো ইসরাইল এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি চুক্তির সমষ্টি। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

মোহাম্মদ আরও বলেন, সোমালিয়ার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে সোমালিল্যান্ডে ইতিমধ্যেই একটি নির্দিষ্ট স্তরের ইসরাইলি উপস্থিতি রয়েছে এবং তারা এরইমধ্যে গোপনে এই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে। এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হলো।

ইসরাইল ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিয়ায় স্থানান্তরিত করবে এবং এই অঞ্চলে তাদের উপস্থিতি শান্তির জন্য নয়- বলেন সোমালি প্রেসিডেন্ট।

এদিকে, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রকাশিত ২০-দফা পরিকল্পনায় বলা হয়েছে যে, কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না এবং যারা চলে যেতে চায় তারা স্বেচ্ছায় যেতে পারবে।

সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে। এরপর তিন দশক পার হয়ে গেলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি।

ইসরাইল গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে বিতর্ক সৃষ্ট করেছে।

সোমবার নিউইয়র্কে আয়োজিত এক জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। সূত্র: আল জাজিরা