বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা তাঁর সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বেই পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম আবু জাফর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশনেত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ছাত্রদল নেতা আবু জাফর বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দেশের স্বার্থে তিনি কখনোই কোন বিষয়ে আপোষ করেননি। তাঁর চলে যাওয়া দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর আদর্শ ও নির্দেশিত পথে বিএনপিকে একতাবদ্ধ রেখে এই বিশাল শূন্যতা পূরণে সক্ষম হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।"
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ প্রবাস জীবনে থেকেও তারেক রহমান যেভাবে দলকে সুসংগঠিত করেছেন এবং তৃণমূলের কর্মীদের উজ্জীবিত রেখেছেন, তা প্রমাণ করে যে আগামী দিনের বাংলাদেশে তিনিই হবেন জাতীয়তাবাদের মূল চালিকাশক্তি। খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও আপসহীন চেতনাকে ধারণ করেই ছাত্রদল তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় থাকবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।