Image description
 
 

খাগড়াছড়ি–২৯৮ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত প্রার্থী ও দলের দক্ষিণ অঞ্চলের সংগঠক (নারী) অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

 

রবিবার নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মঞ্জিলা ঝুমা। পাশাপাশি তিনি ‘বাংলা এডিশন’-কে নিশ্চিত করেন, জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।

এর আগে এনসিপি প্রাথমিকভাবে ঘোষিত ১২৫টি আসনের প্রার্থী তালিকায় খাগড়াছড়ি–২৯৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত ছিলেন মঞ্জিলা ঝুমা।

 

পরবর্তীতে এনসিপি এককভাবে নির্বাচনে অংশ না নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় বৃহত্তর জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। জোটের বৃহত্তর রাজনৈতিক স্বার্থ, ঐক্য ও সমঝোতা বজায় রাখতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি–২৯৮ আসনে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি—এমনটাই জানিয়েছে দলীয় সূত্র।

নিজের ফেসবুক পোস্টে মঞ্জিলা ঝুমা লেখেন,

 

“আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি বিশ্বাস করি—তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল।”

তার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। অনেকেই মনে করছেন, একজন কেন্দ্রীয় দায়িত্বশীল নারী সংগঠক হিসেবে ব্যক্তিগত রাজনৈতিক সম্ভাবনার চেয়ে দলীয় শৃঙ্খলা ও জোটগত ঐক্যকে অগ্রাধিকার দেওয়া বর্তমান রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খাগড়াছড়ি–২৯৮ আসনে এনসিপির এই সিদ্ধান্ত জোট রাজনীতিকে আরও সুসংহত করবে এবং পাহাড়ি অঞ্চলের রাজনীতিতে তরুণ ও নীতিনির্ভর নেতৃত্বের জন্য একটি স্পষ্ট বার্তা দেবে।