একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। এতে লেখা মন্তব্যে তারেক রহমান নিজেকে ‘রাজনৈতিক কর্মী’ হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমানকে বহনকারী বাসটি শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের ভেতরে প্রবেশ করে। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এর পরপর তিনি স্মৃতিসৌধের বেদির স্থান ত্যাগ করে তাকে বহনকারী বাসে উঠেন। পরে ১০টা ৩৭ মিনিটের দিকে গাড়িতে বাসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় তারিখের ঘরে গতকালের ২৬-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে নিজের নাম তারেক রহমান এবং পরিচয়ের ঘরে ‘রাজনৈতিক কর্মী’ লেখেন।
মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, “১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।”
এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতারা।
বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়েছে, জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শীর্ষনিউজ