টাঙ্গাইল–৪ (কালিহাতী) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টায় কালিহাতী সদরে নিজ বাসভবনে উপস্থিত সমর্থক ও নেতাকর্মীদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
ঘোষণার আগে প্রতিবারের ন্যায় নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি দেলদুয়ার উপজেলার ঐতিহাসিক আতিয়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সেখানে অবস্থিত মাজার জিয়ারত করেন। পরে নিজ গ্রাম কালিহাতীর ছাতিহাটিতে পারিবারিক কবর জিয়ারত করেন।
এছাড়াও তিনি কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ তকিয়া মাজার জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক সহচর ও সমর্থক উপস্থিত ছিলেন।