অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–৪ (কমলনগর–রামগতি) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে এই মনোনয়ন পেলেন তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ খবর ছড়িয়ে পড়ার পর রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ–উচ্ছ্বাস দেখা যায়। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, বিএনপির এই চূড়ান্ত মনোনয়ন মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ সৃষ্টি করেছে। নির্বাচনে এই ঐক্য বিএনপির জন্য সহায়ক হবে।
রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন এবং কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে আশরাফ উদ্দিন নিজানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় রামগতি–কমলনগরে বিএনপি পরিবারের পাশাপাশি সব শ্রেণি–পেশার মানুষ অত্যন্ত আনন্দিত।
তারা বলেন, এই সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সাংগঠনিকভাবে বিএনপিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি স্থানীয় জনআকাঙ্ক্ষাও পূরণ হয়েছে।
এদিকে কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর–৪ আসনের সাবেক দুইবারের এমপি আশরাফ উদ্দিন নিজানের মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু যুগান্তরকে বলেন, আশরাফ উদ্দিন নিজান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ–দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। তার মনোনয়ন উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে আশরাফ উদ্দিন নিজান বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় রামগতি–কমলনগরবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন আশরাফ উদ্দিন নিজান।