আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
এ আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনি এলাকা হিসেবে পরিচিত।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী।
এর আগে গত ১৯ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূরে শাহাদত সজন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত বড় দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির শক্ত অবস্থান থাকলেও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতার প্রার্থিতা জোটগত বা কৌশলগত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াত সমঝোতায় আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।