Image description
 

নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নির্দোষ ও নিরপরাধ আ.লীগ সমর্থকসহ সাধারণ জনগণকে হয়রানি না করার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন স্বরুপকাঠী পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান।

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান। জেলা প্রশাসকের নেছারাবাদ সফর উপলক্ষে নেছারাবাদ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দত্ত। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ - কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

 

এসময় বিএনপি নেতা মইনুল হাসান বলেন, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় যেন কোনো নির্দোষ ও নিরীহ মানুষকে হয়রানি করা না হয়। গ্রেপ্তারের ক্ষেত্রে কোন ধরনের আর্থিক লেনদেন বা হয়রানি বন্ধ করতে হবে। এ সময় তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন আগেও সংশ্লিষ্ট প্রশাসনকে একই ধরনের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ধর্মকে অপব্যবহার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।