বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) তারেক রহমানের দেশের ফেরার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের কয়েকটি গার্মেন্টস কারখানা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক নোটিশে সোমবার (২২ ডিসেম্বর) এই পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বিজিএমইএ উল্লেখ করেছে, উত্তরা, নর্থ ও সাউথ খান, খিলক্ষেত, আবদুল্লাহপুর, তুরাগ, টঙ্গি, পুবাইল, রূপগঞ্জ, কাঁচন ব্রিজ এবং পূর্ব আশুলিয়ার মতো এলাকায় বড় ভিড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে শ্রমিকদের যাতায়াত ও আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত দেখা দিতে পারে।
বিজিএমইএ কর্মসূচি সামঞ্জস্য করা, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা এবং অন্য কোনো দিনে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার জন্য কারখানা মালিকদের পরামর্শ দিয়েছে। এছাড়া জরুরি আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও অন্যান্য যানবাহনের জন্য বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।