Image description

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করছে দেশের বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। ইতোমধ্যে দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এদিকে আসন্ন নির্বাচন সামনে রেখে চলমান কর্মসূচির অংশ হিসেবে আজও বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আজ (১৮ ডিসেম্বর) ১০০ জন মনোনীত প্রার্থীর সঙ্গে বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা।

সকাল থেকেই রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনীত প্রার্থীরা আসতে শুরু করেন। সকাল ১১টায় বৈঠক শুরু হয়। দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থীদের জন্য সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে এই বৈঠকে। তিন দিনব্যাপী এই মতবিনিময় সভার আজ বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন। আগামীকাল শুক্রবার বিরতি দিয়ে বৈঠক শেষ হবে আগামী শনিবার।

এর আগে ঘোষিত ২৭২ আসনের সম্ভাব্য একক প্রার্থীদের ঢাকায় ডাকে বিএনপি। গতকাল বুধবার থেকে প্রার্থীদের নিয়ে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩ দিনব্যাপী সভা শুরু করে দলটি। প্রথম ধাপে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনার কথা আগেই জানিয়েছে বিএনপি। সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও গঠন করেছে দলটি। ইতোমধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে।

সভায় ভোটের প্রচারণার কৌশলসহ নানা সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা- এই ৮ বিষয়ে কীভাবে কাজ করবে তা প্রার্থীদের জানান দায়িত্বপ্রাপ্ত নেতারা। দলের এই প্রতিশ্রুতির কথা প্রচারে নেমে প্রার্থীরা গুরুত্বসহকারে ভোটারদের কাছে বলবেন।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক নেওয়াজ হালিমা ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।

বৈঠকে উপস্থিত একাধিক প্রার্থী জানান, বৈঠকটি মূলত একটি কর্মশালা। এখানে নির্বাচনসংক্রান্ত সার্বিক বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিরা। যেমন- নির্বাচনি এলাকার কেন্দ্র ও আসনভিত্তিক ভোটারলিস্ট প্রার্থীরা কীভাবে ভোটারদের কাছে পাঠাবে বা প্রচার চালাবে, সেসব বিষয় তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত নেতারা বক্তব্য দেন।

বৈঠকে প্রার্থীদের করণীয় এবং প্রচারণা, মনোনয়ন ফরম সংগ্রহ-পূরণ ও জমাদানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ভোটারদের কাছে ভালোভাবে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি মেনে চলাসহ প্রচারণায় কৌশল অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী শীর্ষনিউজ ডটকমকে বলেন, দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের ডেকেছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণে মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার বিভিন্ন কৌশল সম্পর্কে জানানো হয়েছে। বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের জন্য কি করবে, দলের পক্ষ থেকে সকল শ্রেনী পেশার মানুষের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রচারণায় তুলে ধরতে হবে। জনগণের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে। কারণ বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে।

এদিকে ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে প্রথম দফায় গত ৩ নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। পরে দ্বিতীয় দফায় গত ৪ ডিসেম্বর আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সব মিলিয়ে সারাদেশের ৩শ’ সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত ২৭২টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ফাঁকা ২৮টি আসন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ সঙ্গীদের জন্য রাখা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শীর্ষনিউজ