Image description
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার তার দপ্তরের দেওয়া এক শোকবার্তায় তিনি হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়া হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মৃত্যুর পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত ওসমান হাদি।