Image description
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

 

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, চব্বিশের 'পতিত ফ্যাসিস্ট শক্তি' বাংলাদেশকে অস্থীতিশীল করার 'অপচেষ্টার' পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন ‘বানচালের’ চেষ্টা চালাচ্ছে।

 

তিনি বলেন, "এই ভূখণ্ডের মানুষ যুগ যুগ ধরে লড়াই করেছে স্বাধীনতার জন্য, নিজের মানবিক মর্যাদার জন্য, সার্বভৌমত্বের জন্য। একাত্তর সালেও এরকম একটি জনযুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল।"

 

মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি নিয়ে দেশ বিনির্মাণ করতে না পারায় ‘ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গণবিপ্লব’ সংঘটিত হয়েছিল বলে মনে করেন এনসিপির শীর্ষ নেতা।

 

১৯৪৭ থেকে ১৯৭১ এবং ২০২৪ এর ঐতিহাসিক লড়াই 'ধারণ করে' বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, "যারা পতিত ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থীতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে।"

 

আগামী নির্বাচন এবং গণভোটে সংস্কারের পক্ষে 'গণজোয়ার তৈরির' আকাঙ্ক্ষা জানিয়ে নাহিদ বলেন, "এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে, ‘হ্যাঁ’ এর পক্ষে শাপলাকলি নিয়ে জনগণের দরজায় যাবেন।”

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টা যারা করেছে, তাদের গ্রেপ্তার করতে না পারায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক।

 

তিনি বলেন, "আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। ৫ অগাস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম, তখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে।"