জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। কমিটি গঠনের প্রায় এক বছর পর পরীক্ষিত ও দীর্ঘদিন বঞ্চিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে এ বর্ধিত কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রবিবার (১৪ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ২২২ জনকে আহ্বায়ক সদস্য করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদলের একটি বড় ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।এখানে ৯টি গ্রুপ সক্রিয় রাজনীতি করে। আর বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীরা ছাত্রদল করতে চায়। সুতরাং আমরা সকলকে রাজনীতি করার সুযোগ করে দিতে চাই।
এর আগে, গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং ২০০৯-১০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়েছিল।
পরে আহ্বায়ক কমিটি গঠনের ৫১ দিন পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ৪৫৫ সদস্যবিশিষ্ট একটি বর্ধিত কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। সব মিলিয়ে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।