Image description
 

পদত্যাগের পর তিনি এনসিপিতে যোগ দেবেন কি না—এ নিয়ে চলছিল নানা জল্পনা। এ বিষয়ে স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট করে বললেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। তিনি জানান, সিদ্ধান্ত হলে গণমাধ্যম থেকেই সবাই তা জানতে পারবেন।

 

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা থাকলেও এটাকে ধরে নেওয়া ঠিক হবে না যে তিনি সেই দলে যোগ দিচ্ছেন। গণঅভ্যুত্থানের সময় তারা তাঁর সহযোদ্ধা ছিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো নিষ্পত্তি হয়নি।

আসিফ মাহমুদ আরও জানান, কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে এবং তখন সবকিছু প্রকাশ্যে বলা হবে।