মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় নারী ভোটাররা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনের মুন্সীগঞ্জ-৩ আসনের সর্বস্তরের নারী সমাজের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। সমাবেশে নারীরা বলেন, রাজপথে হাসিনাবিরোধী আন্দোলনে যার কোনো ভূমিকা ছিল না তাকেই এই আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে।
তারা আরো বলেন, এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিগত ১৭ বছর দল ও নেতাকর্মীদের পাশে ছিল না সে।
সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।