Image description
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 
 

নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসনে যে রদবদল হতে দেখা যাচ্ছে, সেখানে এখনো রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

 

বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শাপলা কলির নিবন্ধন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ইসলাম"আমরা প্রত্যাশা করি, (নির্বাচনে) কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে ইসি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ আছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, ইসিকে সেটি দেখতে হবে। গণভোট নিয়ে সঠিকভাবে প্রচারণা চালাতে হবে,"।

 

আসন্ন সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে বুধবার হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেটির প্রতিক্রিয়ায় এনসিপি'র আহ্বায়ক বলেন, "নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিট করে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আইনগতভাবে ইসিকে লড়াই করতে বলেছি"।