হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া সত্ত্বেও দলীয় সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন মেনে নিয়ে ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমান।
তিনি সোমবার এক বিবৃতিতে জানান, মনোনয়ন পাওয়ার পর থেকে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততা চালিয়ে গেছেন তিনি। মাঠের জনগণ, ভোটার ও কর্মীদের ভালোবাসা তার জীবনের অন্যতম বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
মাওলানা মুখলিছুর রহমান বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা এবং সংগঠনের কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে কেন্দ্রীয় नेतृत्वের সঙ্গে পরামর্শ করে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে হবিগঞ্জ–৪ আসনে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। দলের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী আদর্শের প্রতি আনুগত্য থেকে তিনি এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে মেনে নিয়েছেন বলে জানান।
তিনি স্পষ্ট করে বলেন, “ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, নিজে এবং তার সহকর্মীরা আগের মতোই দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন।
চুনারুঘাট–মাধবপুরের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানান—
ব্যক্তিগত পছন্দ–অপছন্দ ও আবেগের ঊর্ধ্বে উঠে, সংগঠনের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রার্থী সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার।
শেষে তিনি আল্লাহর রহমত কামনা করে বলেন, “আমাদের ঐক্যই আমাদের শক্তি—আর এই শক্তিই ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।”