রাঙামাটিতে এবার পদত্যাগের ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। সোমবার ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।
এছাড়াও রোববার (৩০ নভেম্বর) রাতে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ উল্লেখ করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি।
এর আগে ১৪ নভেম্বর একই কারণে দলটির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা এনসিপি থেকে পদত্যাগ করেন। উজ্জ্বল এদিন তার নিকট পদত্যাগপত্র জমা দেন বলে জানান পদত্যাগী সদস্য জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি।
দল থেকে নিজের পদত্যাগের ব্যাপারে সোমবার ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বিপিন জ্যোতি বলেন, এ নিয়ে আমার ওপর কোনো রকম চাপ বা কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। কেবল ব্যক্তিগত, পারিবারিক কারণে ও দীর্ঘদিনের মানসিক চাপে দলীয় সব কার্যক্রম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই কেন্দ্রীয় কমিটির নিকট আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র পাঠাব।
এছাড়াও রোববার রাতে ফেসবুক স্ট্যাটাসে দলীয় সব কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির ছাত্র সংগঠন ছাত্রশক্তির জেলা নেতা সর্বজিৎ চাকমা।
এদিকে পদত্যাগ নিয়ে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও এনসিপির রাঙামাটি জেলা কমিটির অন্যতম যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম জাহিদ জানান, গত কয়েক দিন ধরে জেলা কমিটিকে ঘিরে কিছু মতবিরোধ তৈরি হয়েছে। তাই হয়তো অভিমান থেকেই বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।