Image description

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতায় গোটা জাতি উদ্বিগ্ন ও মর্মাহত। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন।

তিনি বলেন, বর্তমান সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা শুধু একটি রাজনৈতিক দলের চিন্তার বিষয় নয়, এটি এখন সমগ্র জাতির উদ্বেগের কেন্দ্রবিন্দু। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও বহুদলীয় রাজনীতির অগ্রযাত্রায় যেভাবে ভূমিকা পালন করেছেন, তা তাকে জাতির ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান দিয়েছে। বিগত ১৭ বছর ধরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হয়েছে। ন্যায়বিচারকে বন্দি রেখে একজন জাতীয় নেত্রীকে অসুস্থতার মধ্যে আবদ্ধ রাখা সভ্যতার বরখেলাপ। এ ধরনের প্রতিহিংসামূলক আচরণ রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্য অশনি সংকেত।

সোমবার বাদ জোহর নয়াপল্টন মিডিয়া সেন্টারে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান আরও বলেন- বেগম জিয়ার সুস্থতা, মুক্তি এবং রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রপুনর্গঠনের পথ সুগম হতে পারে না। তার নেতৃত্বই পারে জাতিকে ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে। তাই দেশবাসীর কাছে আমাদের বিনীত অনুরোধ- দেশনেত্রীর সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখুন।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদের শক্তি এবং স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় স্তম্ভ। তার অসুস্থতা একটি ব্যক্তিকেন্দ্রিক ঘটনা নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ওপর ক্রমবর্ধমান চাপের প্রতিচ্ছবি।

দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা জেলা আহবায়ক মোঃ আলী, মহান সদস্য এনামুল হক, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

দেশনেত্রীর আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম।

 

ঢাকাটাইমস