Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় উসকানি দিয়ে বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য উদয় কুসুম বড়ুয়ার সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি অবদান রাখবেন বলে দল আশা রাখে।

উল্লেখ্য, ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল। ঘটনার উসকানিদাতা ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছিল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন এবং একটি ভিডিওতে উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। এসব ঘটনায় তার বিরুদ্ধে হামলায় ইন্ধনের অভিযোগও ওঠে।