Image description

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের জুলাই ৩৬ হল মসজিদে নতুন কার্পেট ও কাভার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (২৮ নভেম্বর) ছাত্রশিবির মেডিকেল জোন শাখার উদ্যোগে এসব কার্পেট হস্তান্তর করা হয়।

কার্পেট হস্তান্তরকালে মেডিকেল জোন সভাপতি ডা. যায়েদ আহমাদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শিবির নেতা লিমন সরকার, হল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও জনশক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা মহানগরীর সকল মেডিকেল ক্যাম্পাস নিয়ে গঠিত ছাত্রশিবিরের এই শাখা জুলাই অভ্যুত্থানের পর প্রথমবারের মত প্রকাশ্যে আসে।