Image description

বুকের ইনফেকশনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতার পেছনে সশস্ত্রবাহিনী দিবসে ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে যোগদান ও দায়িত্বপ্রাপ্তদের অবহেলাকে চিহ্নিত করেছেন।

গত শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। এদিকে, গত রবিবার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

পিনাকী তার ফেসবুকের পোস্টে লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি থেকেই বেগম খালেদা জিয়ার ইনফেকশন হয়েছে। যেভাবে ভিড়ের মধ্য দিয়ে উনাকে গাড়িতে তোলা হয়েছে, তা মোটেই ঠিক হয়নি। ম্যাডাম যে গুরুতর অসুস্থ, সেটা কেউ বিবেচনায় রাখেনি।

‘তার আশেপাশে ভিড় জমতে না দেওয়া এবং কথা বলার সময় অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখা উচিৎ ছিলো। এমনকি উনাকে যারা আনা-নেয়া করেছেন বা কথা বলেছেন—তাদের সবার এবং তার নিজেরও মাস্ক পরা প্রয়োজন ছিলো।’

তিনি আরও লেখেন, ম্যাডামের মেডিক্যাল টিমের উচিৎ হয়নি কোনোভাবেই এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া। আর দিলেও, সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেয়া হয়নি। তার আশু আরোগ্য কামনা করছি; ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশবাসীর দোয়া তার সাথে আছে। আশা করি, ভবিষ্যতে মেডিক্যাল টিম এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।