Image description
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে। ৩০ নভেম্বরের নিলামের আগে প্রতিটি দল দুইজন করে স্থানীয় ও দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে। ইতোমধ্যে ছয় ফ্র্যাঞ্চাইজিই তাদের সরাসরি সাইনিং সম্পন্ন করেছে। এতে দেশি–বিদেশি মিলিয়ে মোট ১৯ জন ক্রিকেটারের গন্তব্য নিশ্চিত হলো।
 
যদিও চারটি দল বিদেশি ক্রিকেটার চুক্তি সম্পন্ন করলেও রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স এখনো কোনো বিদেশিকে দলে নেওয়ার ঘোষণা দেয়নি।
 
রংপুর রাইডার্স ভরসা রেখেছে জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার—উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।
 
ঢাকা ক্যাপিটালসও দলে নিয়েছে দুই তারকা—পেসার তাসকিন আহমেদ এবং ওপেনার সাইফ হাসানকে। বিদেশি কোটায় তারা যুক্ত করেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস এবং পাকিস্তানের উসমান খানকে। হেলসকে পুরো মৌসুম পাওয়া না গেলেও উসমানকে পুরো সময় পাওয়া যাবে বলে আশাবাদী দলটি।
 
নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স তাদের স্কোয়াড শক্তিশালী করেছে স্পিন অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বিদেশিদের মধ্যে দলে এসেছে পাকিস্তানের দুই তারকা—ব্যাটার সাইম আইয়ুব এবং পেসার মোহাম্মদ আমির। দু’জনকেই পুরো মৌসুম পাওয়া যেতে পারে।
 
রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে নিয়েছে জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমকে। তবে তারা এখনো কোনো বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। একই অবস্থায় আছে রংপুর রাইডার্সও।
 
নবাগত নোয়াখালী এক্সপ্রেস পিছিয়ে নেই। দেশি কোটায় তারা নিয়েছে অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে দলে টেনেছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে।
 
চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে স্পিনার শেখ মাহেদী হাসান ও তানভীর ইসলামকে। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা দলে যুক্ত করেছে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে।