বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ইব্রাহীম খলীল শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডি সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
নুরুল আলম নুরু হত্যার ৭ বছর পর গত বছর ১ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় নুরুর স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার সময় দুজন পুলিশের পোশাক পরিহিতসহ অন্যান্য আসামিরা নগরের বাসা থেকে সাদা রঙের মাইক্রোবাসে করে নুরুল আলম নুরুকে তুলে নেয়। ওইদিন রাতেই তাকে চোখ-মুখ বেঁধে, শারীরিক নির্যাতন ও মাথায় গুলি করে হত্যা করে বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে ফেলে যায় খুনিরা।
মামলায় চিহ্নিত আসামিরা হলেন— টাইগার নাসের, মো. লিটন, তৈয়ব, ফরিদ, মামুন, আবু জাফর রাশেদ, ইয়ার মোহাম্মদ বাছইন্না, সেকান্দর, জসিম, খালেক, বাবুল, মো. রব্বানি, হাসান মোহাম্মদ নাসির, মো. মোর্শেদ।