Image description

‎গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাস্তা পার হওয়ার সময় ঢাকার নারায়ণগঞ্জে গুলিতে নিহত হন লক্ষ্মীপুরের রায়পুরে ঝাউডুগি গ্রামের দিনমজুর ফয়েজ আহাম্মদ। ওই সময় ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলায় নিহত ফয়েজের লাশ উত্তোলন করা হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ও রায়পুরের সহকারি কমিশনারের (ভূমি) উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

‎‎নিহত ফয়েজ রায়পুর উপজেলার চরআবাবিল ইউপির ঝাউডুগী গ্রামের দিনমজুর মো. আলাউদ্দিনের বড় ছেলে। ওই সময় আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। এই মামলায় নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার জানান।

‎এ সময় উপস্থিত থাকা রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়।আদালতের নির্দেশ মোতাবেক ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎‎লাশ উত্তোলন কার্যক্রমের সময় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

‎‎নিহত ফয়েজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাস্তা পারাপারের সময় গুলিতে নিহত হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

‎‎নিহতের ফয়েজের স্বজনরা বলেন, আমরা ফয়েজ হত্যার বিচার চাই।যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।আল্লাহ ফয়েজকে জান্নাতবাসী করুক ।