জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলে লুকিয়ে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেপ্তার ওই নেতার নাম নুরুজ্জামানকে (৪৫)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি শাজাহানপুর থানায় হামলা, হত্যা, জমি দখলসহ ১৩ মামলার আসামি।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলা বলেন, আশুলিয়া থানা পুলিশ নুরুজ্জামানকে (৪৫) শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে নিয়ে পুলিশের একটি দল বগুড়ার পথে রওনা হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
আশুলিয়া থানা পুলিশের সূত্র উল্লেখ করে ওসি আবদুল ওয়াদুদ আরও জানান, শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে জাঙ্গাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে অবস্থান করছিলেন। তার অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর সন্দেহের মধ্যে পড়ে। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার দুপুরে নুরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
নুরুজ্জামান নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জমি দখল, হত্যা সহিংসতাসহ ১৩টি মামলা চলমান রয়েছে। এসব মামলার কারণে তিনি আত্মগোপনে ছিলেন এবং পরিচয় গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করছিলেন।
এর আগে গত বছরের ৬ এপ্রিল শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ও তার বাহিনীর সদস্যরা থানায় ঢুকে বার্মিজ চাকুসহ গ্রেপ্তার মাদক মামলা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সেই তিনি গ্রেপ্তার হন। পরে ৫ আগস্টের পর জামিন পেয়ে আত্মগোপনে চলে যান।