Image description

নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছিলেন হত্যা মামলার প্রধান আসামি ইমরান হোসেন বাবলু। হত্যাকাণ্ডের ঘটনাটি জানাজানি হলে গত ৯ নভেম্বর এনসিপি তাকে সাময়িক বহিষ্কার করে এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ২ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও ১৪ দিনেও কোনো ব্যবস্থা নেয়নি এনসিপি।

এনসিপি থেকে সাময়িক বহিষ্কার হওয়া ইমরান হোসেন বাবলু এখন নতুন করে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হত্যাকাণ্ডের শিকার জাফর আহমেদের বড় পুত্র মো. কাওসার।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বাবলু তার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন।

ভিডিও বার্তায় মো. কাওসার বলেন, এনসিপিতে পদ পেয়ে বাবলু আমাদেরকে বিভিন্ন হুমকি দিতে থাকেন। আমরা বিভিন্ন গণমাধ্যমে কথা বলার পর বিষয়টি এনসিপির নজরে আসে।

আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাত করি। ঘটনার সত্যতা পেয়ে গত ৯ নভেম্বর তাকে সাময়িক বহিষ্কার করা হয় এবং দুই দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া। কিন্তু ১৪ দিন পরও তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাময়িক বহিষ্কার হয়ে তিনি আমাদের হত্যা করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছেন।
 
এনসিপিকে আমরা যে অভিযোগ দিয়েছি সেটা প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি করছেন। 

তিনি বলেন, ২০১৭ সালে বাবলু আমার বাবাকে হত্যা করেন। এরপর তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হন। তিনি বিভিন্ন প্রতারণার মাধ্যমে আরো একাধীকবার গ্রেপ্তার হয়েছেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন দলে প্রবেশ করেন এবং মানুষের ওপর জুলুম-নির্যাতন করেন।

এনসিপির নিকট আমাদের দাবি তাকে যেন স্থায়ী বহিষ্কার করা হয়। 

তিনি আরো বলেন, তার অনবরত হুমকির কারণে গত ১৯ নভেম্বর তার বিরুদ্ধে একটি জিডি করেছি। কারণ তিনি বিভিন্ন লোক দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন। এনসিপির কাছে দেওয়া অভিযোগ তুলে না নেওয়ায় এসব হুমকি দেওয়া হচ্ছে।