Image description

তানোর উপজেলার কালীগঞ্জে একটি হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৩টার দিকে পৌরশহরের ‘রহমান স্পেশালাইজড কোল্ডস্টোরেজ’ নামে এ হিমাগারে ডাকাতির ঘটনা ঘটে।

হিমাগারের ব্যবস্থাপক আব্দুল খালেক জানান, রাতে দেশীয় অস্ত্র নিয়ে প্রাচীর টপকে ছয়-সাতজন ডাকাত হিমাগারে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরা নষ্ট করে আব্দুল্লাহ ও সাইফুল ইসলাম নামে দুজন নিরাপত্তা প্রহরীকে বেঁধে ফেলে। পরে অফিস কক্ষের তালা ভাঙতে শুরু করে।

এ সময় সিকিউরিটি ইনচার্জ আনোয়ারুল ইসলাম বাধা দিলে তাঁকে ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করা হয়। তাঁকে ফেলে রেখে ডাকাতরা ক্যাশবাক্স ভেঙে প্রায় চার লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ২০ মিনিট ধরে ডাকাতদের তাণ্ডব চলে। তারা চলে যাওয়ার পর থানায় খবর দেওয়া হয়। রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বিষয়টি নিয়ে কথা বলতে তদন্ত কর্মকর্তা তানোর থানার (এসআই) আবু নাইম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনকে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম দুপুরে গণমাধ্যম কর্মীদের বলেন, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে জানাবেন।