Image description
 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোন জালেম জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে তার ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায় তার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সীমাহীন জুলুম অত্যাচারের প্রতিফলন। এই রায়ের মাধ্যমে মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে।

 

তিনি আরো বলেন, অতীতে কোন জালিমই তার আবাস ভূমিতে টিকে থাকতে পারেনি। অনেক জালেমদেরকে মজবুত দুর্গ থেকে অপ্রত্যাশিত ভাবে বেইজ্জতি করে বের করেছেন আল্লাহ পাক । পবিত্র কোরআনের সূরা হাশরে আল্লাহ পাক ইরশাদ করেন, হে চক্ষুষ্মানগন! তোমরা উপদেশ গ্রহণ করো।

 

এ রায় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নতুন কোন ফ্যাসিস্ট দেশে তৈরি না হয় সেজন্য কোরআনের উপদেশ সকলকে গ্রহণ করার আহ্বান জানান হাবিবুল্লাহ মিয়াজী।