Image description
 

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে গুম হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আল-মুকাদ্দাস। এরপর দিন গুনে গুনে বছর হয়ে গেল ১৩টা। তাকে কোথায় রাখা হলো? বেঁচে আছে-নাকি মারা গেছে? এসব প্রশ্নের জবাব আজও রাষ্ট্রপক্ষ থেকে কেউ দিতে পারেনি। তাকে ফিরে পাওয়ার আশায় আজও ছটফট করছেন মুকাদ্দাসের বৃদ্ধ বাবা-মা। 

 

মুকাদ্দাস ছিলেন আল-ফিকহ্ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামে তার বাড়ি। বাবার নাম মাওলানা আবদুল হালিম ও মায়ের নাম আয়শা সিদ্দিকা।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ মামলার রায়ে খুশি হয়ে তাৎক্ষণিকভাবে আল-মুকাদ্দাসের বৃদ্ধ পিতা  মাওলানা আবদুল হালিম আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করে বলেছেন, মৃত্যুর শেষ প্রহরে এসে যেন ছেলে হত্যার বিচারটুকু দেখে মরতে পারি-এটুকুই কেবল সান্ত্বনা।  

এ সময় আল-মুকাদ্দাসের বৃদ্ধ মা আয়শা সিদ্দিকা আজও ছেলের ফেরার অপেক্ষায় আছেন। তিনি বলেন, এখনো স্বপ্ন দেখি, ছেলে বাড়ি ফিরে এসেছে, মা বলে ডাকছে। 

বাবা-মা আজ অন্তিম শয়ানে এসে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের হাতে ছেলে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের কাছ থেকে এদিন শেখ হাসিনার বিচারের যে রায় পেয়েছেন তাতেই সন্তস্ট বলে জানান আল-মুকাদ্দেসের বৃদ্ধ বাবা ও মা।