Image description
 

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

 

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার পত্রে উল্লেখ করা হয়েছে, বহিষ্কার হওয়া নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে ওই বিএনপি নেতাদের দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো এবং এই আদেশ খুব শিগগিরই কার্যকর হবে।

সদস্য পদ ফিরে পাওয়া রমিজ উদ্দিন লন্ডনী ও দিলারা শিরিনের নিকট তাদের অনুভূতি জামতে চাইলে, তারা প্রথমেই বলেন-আলহামদুলিল্লাহ। আমাদেরকে দলীয় পদ ফিরিয়ে দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং দলের সব নীতি-নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির এ দুই নেতা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।