নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনটি অবিস্ফোরিত ককটেলসহ যুবলীগ নেতা তারেক রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার গভীর রাতে পূর্বাচল এলাকার তিনশ’ফুট সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তারেক রহমান রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের ‘শাটডাউন’ সফল করতে রোববার গভীর রাতে পূর্বাচলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযানে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।