Image description

সম্প্রতি বিএনপি এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুন এক ভাষণে হিন্দুদের পূজাকে ‘শয়তানের ইবাদত’ হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।

রোববার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ।

এতে বলা হয়, এই বক্তব্য সারা দেশে সনাতন হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত, ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এই বক্তব্যকে ধর্ম অবমাননা বলে মনে করেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে আরও বলা হয়, নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে আরও লক্ষ্য করছে যে, এই ব্যক্তি আগামী নির্বাচনে একটি প্রধান দলের মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি অবিলম্বে তার মনোনয়ন বাতিল, দল থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়েছে বিবৃতিতে।