মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর সাদুল্লাপুর উপজেলা শহরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়া। বক্তব্য রাখেন— জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, শাহ আলম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম পান্না, উপজেলা বিএনপির সদস্য শাহজাহান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম, যুবনেতা মুছা মিয়া ও জাকিরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার ঘোষণা করা হবে। এ মামলার রায়ে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা।