Image description
 

গাজীপুর মহানগরীতে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লেগেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নগরীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান।

ইকবাল হাসান জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে ঢাকার দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এক পর্যায়ে বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় পেছন থেকে আগুন লাগে। পরে চালক বাসটি থামলে যাত্রীরা দ্রুত নেমে যায়।

তিনি আরও জানান, মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই বাসের আগুন নেভায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শীর্ষনিউজ