Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক তৎপরতায় পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তীতে গড়ে ওঠা দলটি ভোটের মাঠে বেশ জোরেশোরে নেমেছে। 

আসনকেন্দ্রিক মনোনয়ন সংগ্রহ করছেন দলটির নেতারা। ইতোমধ্যে শীর্ষ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ পর্যন্ত (শুক্রবার সন্ধ্যা) ১ হাজার ১১টি ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে।

৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ করছে এনসিপি। ২০ নভেম্বর পর্যন্ত বিতরণ করার কথা রয়েছে। কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলার কার্যালয় থেকেও ফরম বিরতণ করা হচ্ছে। এছাড়া মনোনয়ন ফরম নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পূরণ ও জমা দেওয়া যাচ্ছে।

দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা যুগান্তরকে বলেন, ‘আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এনসিপির মনোনয়নপত্র বিক্রি ও জমা হচ্ছে। শীর্ষ নেতাদের অনেকে মনোনয়ন ফরম কিনছেন। বাকিরা দ্রুত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ফরম বিতরণের শুরু থেকে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল-সহকারে কার্যালয়ে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা।’

 

এনসিপি সূত্রে জানা যায়, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে (বাড্ডা, ভাটারা ও রামপুরা) এবং সদস্য সচিব আখতার রংপুর-৪ আসনে প্রার্থী হবেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসনে প্রার্থী হবেন। আর এনসিপি ঘনিষ্ঠ সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করে নির্বাচন করবেন বলে জানা যাচ্ছে। মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ এবং আসিফ মাহমুদ ঢাকা-১০ থেকে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।

এছাড়া ঢাকা-১৩ আসনে আকরাম হুসেইন, ভোলা-১ আসনে সামান্তা শারমিন, নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, কুমিল্লা-১০ আসনে জয়নাল আবেদীন শিশির, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ, ফেনী-২ আসনে সালেহ উদ্দিন সিফাত, চুয়াডাঙ্গা-২ আসনে মোল্লা ফারুক এহসান, চট্টগ্রাম-১৬ আসনে মীর আরশাদুল হক, ঝালকাঠি-১ আসনে মশিউর রহমান, ঢাকা-৫ আসনে নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে মাহিন সরকার, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন, পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ উদ্দীন মাহাদী, সিরাজগঞ্জ-২ আসনে এসএম সাইফ মোস্তাফিজ, বাগেরহাট-৩ আসনে মোল্যা রহমতুল্লাহ, ফেনী-১ আসনে এহসানুল মাহবুব জোবায়ের, নীলফামারী-৪ আসনে আবু সাঈদ লিয়ন, ঝালকাঠি-১ আসনে আরিফুর রহমান তুহিন এবং মেহেরপুর-২ আসনে সাকিল আহমাদ প্রার্থী হবেন বলে দলটির সূত্র জানিয়েছে।

 

 

দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, ‘দলের শীর্ষ নেতারা নির্বাচন করবেন। ইতোমধ্যে অনেকে মনোনয়ন ফরম কিনেছেন, বাকিরা কিছুদিনের মধ্যেই কিনবেন। তবে এখন পর্যন্ত মোট কতজন মনোনয়ন ফরম কিনেছেন তা বলতে চাচ্ছি না। পরে আনুষ্ঠানিকভাবে জানাব।’ তিনি বলেন, ‘প্রতিদিনই কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন জেলায় ও নির্ধারিত কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা ফরম কেনার জন্য আসছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক কেন্দ্রীয় নেতা জানান, দলের শীর্ষ নেতা ছাড়াও সাবেক আমলা, অধ্যাপক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ মনোনয়ন ফরম কিনছেন।

দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। কমিটির সেক্রেটারি করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে। গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন থেকেই প্রতিদিন কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা করে রাখা হচ্ছে। তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য দাম রাখা হচ্ছে ২ হাজার টাকা।