মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নাজাত মোল্লা (১৭) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয় ওই কিশোর। সে সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের দুইখ্যা মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র নিয়ে গোলাগুলির সময় বাড়ি ফেরার পথে নাজাত গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, শুক্রবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এক কিশোর মাঠে খেলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন। ওই ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। এর আগে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ওই সমস্ত ঘটনায় দু-পক্ষের দুটি মামলা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ১৫ দিন যাবৎ ওই এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এর আগে, গত ১০ নভেম্বর সংঘর্ষে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নামের দুইজন নিহত হন। এর আগে গত ২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষে আতিক গ্রুপের তুহিন নামের এক কিশোর নিহত হয়।