মাদারীপুরে শিবচরের ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এক্সপ্রেস হাইওয়েতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর দেওয়া ব্যারিকেট দুই ঘণ্টা পর তুলে দিল বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দত্তপাড়া-পুলিয়ায় পৌঁছে মহাসড়কে ফেলা রাখা গাছ সরিয়ে অবরোধ তুলে দেয়।
স্থানীয় ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা সেতু সংযুক্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর -শরীয়তপুরের জাজিরা নাওডোবা সীমানা এলাকা ও দত্তপাড়া-ফরিদপুরের ভাঙ্গার পুলিয়া সীমানা এলাকায় গাছ ফেলে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় আওয়ামী লীগ নেতা কর্মীরা৷ এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে সকাল ৮টার দিক শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘটনাস্থলে গিয়ে হাইওয়ের ফেলা রাখা গাছ সরিয়ে অবরোধ তুলে দেয়। এ সময় তারা ফ্যাসিস্ট বিরোধী নানান স্লোগান দিতে থাকে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ভোরে মহাসড়কে গাছের ডাল ফেলে দুর্বৃত্তরা বাঁধার চেষ্টা করেছিল। পরে ডাল সরিয়ে ফেলা হয়েছে। মহাসড়ক স্বাভাবিক রয়েছে।