Image description
জাতি গঠনে নতুন কুঁড়ির প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা ও মেধা প্রকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সরকার এই প্রতিযোগিতার সফল বাস্তবায়নের জন্য সব ধরনের সহযোগিতা করবে।
 
প্রধান উপদেষ্টা বলেন, শিশুদের কেবল নাচ-গান বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পুরো সম্ভাবনা প্রকাশ পাবে না। তিনি জোর দিয়ে বলেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা এবং উদ্যোক্তা প্রতিযোগিতার মাধ্যমে নতুন কৌশল ও দক্ষতা প্রদর্শনের সুযোগ দিতে হবে।
 
তিনি আরও উল্লেখ করেন, ‘নতুন কুঁড়ি’-মূলক উদ্যোগ মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় আরো বিস্তৃতভাবে বাস্তবায়ন করা যেতে পারে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা আনন্দের মধ্যে নিজেদের আবিষ্কার করতে পারবে এবং মেধা প্রকাশের সুযোগ পাবে।
 
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, শিশুদের লক্ষ্য শুধুমাত্র দেশের সেরা হওয়া নয়, তাদের সক্ষমতা বিশ্বস্তরে পরিচিত করার জন্যও এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ।