বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে জামায়াতে ইসলামী নেতার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দুটি ঘর পুড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের আকনকান্দি গ্রামের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা আকনকান্দির আব্দুর রহমান ফারুকের কাছারিঘর ও লাকড়ির ঘর পুড়িয়ে দেয় এবং ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেন তিনি।
আব্দুর রহমান ফারুক ভাসানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। রাজনৈতিক বিরোধের জের ধরে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টি করতে তার ঘরে ককটেল নিক্ষেপ করে বলে দাবি করেছেন আব্দুর রহমান ফারুক।
ভাসানচর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আব্দুর রহমান ফারুক জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা বাড়ির সামনে একটি লাকরির ঘরে আগুন দেয়। ওই সময় পরপর ৩টি ককটেলের বিস্ফোরণের শব্দে তার ও বাড়ির লোকজনের ঘুম ভাঙলে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে লোকজন ডেকে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে লাকড়ি ও কাছারিঘর পুড়ে গেছে।
আব্দুর রহমান আরও বলেন, শুক্রবার রাতে দুর্বৃত্তরা বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বারের বিলবোর্ড ও ফেস্টুন পুড়িয়ে দিয়েছিল। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ঘর পুড়িয়েছে।
এ ব্যাপারে কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আগুনে জামায়াত নেতার বাড়ির পরিত্যক্ত লাকড়িঘর ও কাছারিঘর আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।