Image description

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে এক অনানুষ্ঠানিক সমাবেশে তিনি বলেন, যে পরিস্থিতিই আসুক, আমি নেতা-কর্মীদের সঙ্গে থাকব। দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, তবে নিজেদের পক্ষে মনোনয়ন আনতে সবাইকে মাঠে নামতে হবে। আমি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করি, ইনশাআল্লাহ, বিজয় আমার হবে।

দীর্ঘ ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা জানান, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় প্রতীকেই নির্বাচনে থাকার চেষ্টা করবেন। তবে দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না এলে জনগণের রায় নিয়েই সামনের দিকে এগিয়ে যাবেন বলে ঘোষণা দেন টিপু।

তিনি আরও বলেন,লালপুর–বাগাতিপাড়ার ইতিহাস আছে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার। এলাকার মানুষ যদি মনে করে আমি তাদের প্রার্থী, তবে তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত হবে।

তিনি আরও অভিযোগ তোলেন, প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার পরও চূড়ান্ত না করায় এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা এবং ভোট লাগবে না বলে হুমকি অভিযোগ তোলেন।

কেউ কেউ ফোনে হুমকি দিয়ে বলছে, ‘আপনার ভোট দরকার নেই, আওয়ামী লীগে যোগ দিন।’ কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আমি বিএনপির রাজনীতি করি, দলের আদর্শেই বিশ্বাসী,”— বলেন টিপু।

তিনি আরও বলেন,আমি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। নেতা-কর্মীদের জন্য মৃত্যুবরণ করতেও আপত্তি নেই। আজ থেকে আমি মাঠে নামব— কোনো বুলেট, কোনো ষড়যন্ত্র আমাদের ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।”

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রাথমিক বাছাইয়ে সাবেক ক্রীড়ামন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দিয়েছে। এতে ক্ষীপ্ত হয়েছে দলটির ত্যাগী নেতাকর্মীরা ।