ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেছেন, “নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না।”
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ভিপি সাদিক কায়েম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং খুনি শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের আওতায় আনা। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও সরকার এখনও তাদের বিরুদ্ধে একটি রায়ও দিতে পারেনি।”
তিনি আরও সতর্ক করে বলেন, “সংস্কার প্রস্তাবে যদি কেউ ভেটো দেয়, তাহলে তাদের পরিণতি হবে ফ্যাসিস্টদের থেকেও ভয়াবহ।”
এসময় ডাকসু ভিপি রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, “দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে নতুন দেশ গড়ার লক্ষ্যে।”