ভারতীয় সেনাবাহিনী ‘ন্যূনতম সময়ের মধ্যে’ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। প্রতিবেশী দেশের সাথে সীমান্তে প্রতিরক্ষা রেখা শক্তিশালী করার জন্য তারা আসামের ধুবড়িতে একটি নতুন সামরিক ঘাঁটিও তৈরি করছে।
বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর দিনাজপুরের চোপড়ায় অবস্থিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি বাংলাদেশ সীমান্তের কাছেই অবস্থিত।
ভারতের হাদ্রাবাদ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকেল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
পূর্বাঞ্চলীয় কমান্ড এক্স-হ্যান্ডেলে এক পোস্টে বলেছে, “আর্মিসিডিআরইসি, লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি, #চোপড়াডিফেন্সল্যান্ডে মোতায়েন #ব্রহ্মাস্ত্রকর্পসের সৈন্যদের পরিদর্শন করেছেন।”
এতে আরো বলা হয়, তিনি সৈন্যদের সাথে মতবিনিময় করেছেন এবং ন্যূনতম সময়সীমার মধ্যে ঘাঁটি স্থাপন ও পরিচালনায় তাদের অটল উৎসাহ, পেশাদারিত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার প্রশংসা করেছেন।
আরসি তিওয়ারি তাদের অপারেশনাল প্রস্তুতির সর্বোচ্চ মান বজায় রাখার এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।
এতে আরও বলা হয়েছে, চোপড়া নির্বাচনী এলাকার বিধায়ক হামিদুল রহমান এবং অন্যান্য বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথেও মতবিনিময় করেছেন। এই অঞ্চলে নিরাপত্তা ও উন্নয়ন বৃদ্ধিতে সামরিক-বেসামরিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্তবর্তী এলাকায় ৪ (গজরাজ) কোর পরিদর্শন করেছেন এবং ধুবরির বামুনিগাঁওয়ে লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
পূর্বাঞ্চলীয় কমান্ড বলেছে, কিংবদন্তি আহোম কমান্ডার, লাচিত বরফুকনের নামে নামকরণ করা এই নতুন সামরিক স্টেশনটি ‘সাহস, নেতৃত্ব এবং স্থিতিস্থাপকতার অদম্য চেতনার প্রতীক’ যা পুনরুত্থিত আসামের ঐতিহ্যকে সংজ্ঞায়িত করে।
নতুন স্টেশন স্থাপন ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে এক্স পোস্টে উল্লেখ করা হয়েছে।
সফরকালে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার “সীমান্তবর্তী অঞ্চলে অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাশাপাশি ফর্মেশন কর্তৃক গৃহীত চলমান অবকাঠামো উন্নয়ন উদ্যোগের অগ্রগতিও পর্যালোচনা করেন তিনি।
শীর্ষনিউজ