জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, শিক্ষা ব্যবস্থাকে মূল থেকে সংস্কার না করলে দেশের রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জুলাইয়ের শিক্ষাসংশোধনী অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গত ১৬ বছরে শিক্ষকদের পদোন্নতি দলীয় পরিচয়ের ভিত্তিতেই দেয়া হতো। বাংলাদেশে এখনও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। ব্যক্তির এবং সমাজের চিন্তাভাবনার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বেকারত্ব দূর করতে হলে প্রথমে শিক্ষা খাতের সংস্কার করতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে মূল থেকে পরিবর্তন করতে না পারি, তাহলে রাষ্ট্রের মূল পরিবর্তনও সম্ভব নয়।”
নাহিদ ইসলাম উল্লেখ করেন, “সরকার শিক্ষা ব্যবস্থার মূল সংস্কারের কথা বলেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তবে আমাদের লড়াই চলবে।”
তিনি যোগ করেন, “জুলাই সনদের যে পথে আমরা রয়েছি, সেটি বাস্তবায়িত হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। এতে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করি, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে এগোব।”