Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ফোনালাপ হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরুর প্রস্তাব দেন জামায়াতের এই নেতা।

এসময় মির্জা ফখরুল ইসলাম জানান, তিনি বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সময়ে আলোচনার সময় জানাবেন।