বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ফোনালাপ হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।
সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরুর প্রস্তাব দেন জামায়াতের এই নেতা।
এসময় মির্জা ফখরুল ইসলাম জানান, তিনি বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সময়ে আলোচনার সময় জানাবেন।