Image description
 

জেলার ৮ সংসদীয় আসনের মধ্যে ৭টির প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনে এখনো প্রার্থী ঘোষণা না করায় নিজেদের প্রার্থীর পক্ষে শোডাউন করেছেন তাদের অনুসারীরা।

 


এদিকে বিকালে পৌরউদ্যান থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করা হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ নেতারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল-৫(সদর) সদর আসন ব্যতিত জেলার অপর ৭টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। স্থগিত রাখা টাঙ্গাইল-৫(সদর) আসনে অতিদ্রুত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদরের ছেলে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নাম ঘোষণা করার দাবি করছি। তারা আরো জানান, , ঘরের ছেলেতেই আস্থা রাখতে চায় টাঙ্গাইল সদর ৫ আসনের জনগণ।

 

উল্লেখ্য, সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে ৭টি আসনে দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। কিন্ত টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।