ছাত্রশিবির ছাত্রদলকে ফাঁকা মাঠে গোল দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ শাখা এবং শাখা ছাত্র অধিকারের সমন্বয়ে গঠিত 'ঐক্যবদ্ধ জবিয়ান' এর নেতারা।
আজ বুধবার (৫ নভেম্বর) জকসুর তফসিল ঘোষণা শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ছাত্রশক্তি ও ছাত্র অধিকারের সমন্বয়ে গঠিত 'ঐক্যবদ্ধ জবিয়ান' এর নেতারা বলেন, ‘এ তফসিল ঘোষণাকে আমরা নিন্দা জানাচ্ছি। স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে এ তফসিল বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাবি, ২২ তারিখের পরিবর্তে নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দিতে হবে।
তারা আরো বলেন, ছাত্রশিবির ছাত্রদলকে ফাঁকা মাঠে গোল দিয়েছে। পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে না। কারণ একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঈদে বাড়িতে যায় না, তাদের ছুটি থাকে না। ছাত্রশিবিরকে সুবিধা দিতেই নির্বাচন কমিশন নির্বাচন পিছিয়েছে।
এ সময় তারা তিনটি দাবি জানান, ২২ ডিসেম্বরের ঘোষিত তারিখ বাতিল করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে (সোম/মঙ্গল) নতুন তারিখ ঘোষণা করতে হবে; সব ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে এবং কমিশনের সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ না থাকার নিশ্চয়তা দিতে হবে।