আসন্ন নির্বাচনে টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে এসএম ওবায়দুল হক নাসিরকে বিএনপির প্রার্থী ঘোষণার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা।
বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে ঘাটাইলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবিলম্বে দলীয় প্রার্থী থেকে নাসিরের নাম বাদ দিয়ে লুৎফর রহমান খান আজাদকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, সদ্য ঘোষিত বিএনপির প্রার্থী নাসিরের এলাকা টাঙ্গাইলের বাসাইলে। তাছাড়া নির্বাচনে নাসির প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ভোটের মাধ্যমে পরাজিত হবেন সে।
এ আসনে একমাত্র যোগ্য প্রার্থী হলেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বলে দাবি করেছে নেতাকর্মীরা।