Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বেশ কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে এসেছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সংসদীয় আসনের নাম।

সোমবার রাতে এনসিপির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে চূড়ান্ত তালিকা শিগগিরই আনিুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির প্রথম সারির নেতারা।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা-১৮ আসন থেকে লড়বেন নাসীররুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ আসন থেকে লড়বেন সারোয়ার তুষার, রংপুর ৪ থেকে লড়বেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এছাড়া ঢাকা-৯ আসন থেকে লড়বেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নামবেন কুমিল্লা-৪ আসন থেকে। আর হান্নান মাসউদকে দেখা যাবে নোয়াখালী-৬ সংসদীয় আসনে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন ঢাকা-১৪ আসন থেকে।

এদিকে এদিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।